ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সাভারে বিপুল পরিমাণ পলিথিন জব্দ

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
সাভারে বিপুল পরিমাণ পলিথিন জব্দ

সাভার: ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় চার ব্যবসায়ীকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।



বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই‌উএনও) কামরুল হাসান মোল্লা সাভার বাজার বাসস্ট্যান্ডের বিভিন্ন মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা মোতাবেক (সংশোধনী-২০১৪) বিষাক্ত নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির দায়ে চকোরি মার্কেটের লাবনী স্টোরের মালিক মো. রাকিবকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা এবং তিন বস্তা (৬০ কেজি) পলিথিন জব্দ করা হয়।

পরে আরও তিনটি দোকানে অভিযান পরিচালনা করে মো. এনামুল নামের এক ব্যবসায়ীকে নগদ ২০ হাজার টাকা, মোশারফ নামের ব্যবসায়ীকে ৫ হাজার ও ওবায়দুর নামের অপর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নিহির লাল এ অভিযান আব্যাহত থাকবে বলে জানান।

এসময় পরিবেশ অধিদফতরের (ঢাকা) পরিদর্শক কাজী সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।