বরিশাল: নিরাপদ পানি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে বিশ্ব পানি দিবসে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ১১টার দিকে বরিশাল মহানগরের সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- আয়োজক পরিষদের আহ্বায়ক রনজিৎ দত্ত, মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, বেলা আঞ্চলিক কর্মকর্তা লিংকন বাড়ৈ, বিএনকেএস নির্বাহী পরিচালক কাওসার পারভীন, অধ্যাপক শাহ সাজেদা, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বাংলাদেশে পানি আইন-২০১৩ বাস্তবায়ন, নিরাপদ পানি নিশ্চিত করা, নদীসহ বিভিন্ন জলাশয় দূষণ ও অবৈধ দখলমুক্ত করাসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
এদিকে, দুপুর ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে টেকসই উন্নয়নে পানির ভূমিকা ও স্থানীয় প্রেক্ষিত বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ রেজাউর রহমান, বিএনডিএন সভাপতি আনোয়ার জাহিদ, সনাকের সভাপতি এম মোয়াজ্জেম হোসেন, সেফ দ্য চিলড্রেন এর বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ, ডা. সৈয়দ হাবিবুর রহমান, শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫