ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্যামনগরে হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
শ্যামনগরে হরিণ উদ্ধার ফাইল ফটো

সাতক্ষীরা: পাচারকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন তুষখালী খালের পাশ থেকে একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিণটি উদ্ধার করা হয়।



চুনকুড়ি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সন্ধ্যায় কদমতলা স্টেশনের আওতাধীন তুষখালী খালের পাশে অভিযান চালায়। এসময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় হরিণটি উদ্ধার করে তারা। তবে হরিণ পাচারের সঙ্গে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বুধবার হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হবে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।