ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচি উদযাপন

পরিবেশ ও জীববৈচিত্র ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি কর্মসূচি উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে তুলতে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রিইজম ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর অদূরে সাভার ল্যাবরেটরি স্কুল এবং রাজাশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

`ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ এবং `ক্লিন ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাস’ শীর্ষক স্লোগানে প্রত্যেক শিশুকেই একটি করে গাছ উপহার দেওয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের নিয়ে স্কুল প্রাঙ্গণের বিভিন্ন অপচনশীল দ্রব্য পরিষ্কার করা হয়। এসময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, পরবর্তী প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে জোরেসোরে সম্পৃক্ত করতে না পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা অসম্ভব হয়ে উঠেবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।