ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নরসিংদীতে ৫ ইটভাটা মালিককে জরিমানা

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫
নরসিংদীতে ৫ ইটভাটা মালিককে জরিমানা

ঢাকা: ইটের সঠিক মাপ না থাকা এবং অতিরিক্ত কৃষি জমি ব্যবহার করার কারণে নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ইটভাটার মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

রোববার (০৮ মার্চ) দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর, মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী পরিচালক মো. সেলিম রেজা ইটভাটার মালিকদের এ জরিমানা করেন।



এছাড়াও, নরসিংদী বাজারে অভিযান চালিয়ে ৫ দোকান থেকে প্রায় ৪০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে এবং ১২ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়।

একইদিন পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।