ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মংলায় সুন্দরীসহ হাজার মণ কাঠ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫
মংলায় সুন্দরীসহ হাজার মণ কাঠ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: সুন্দরবন থেকে পাচার হয়ে আসা কর্তন নিষিদ্ধ সুন্দরীসহ বিভিন্ন প্রজাতির এক হাজার মণ কাঠ ও গাছ জব্দ করেছে বনবিভাগ এবং কোস্টগার্ড।

বুধবার (১৮ মার্চ) বিকেলে বাগেরহাটের মংলা উপজেলার মামার ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই কাঠ জব্দ করা হয়।



মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের এলআরওজি মো. আলী রেজা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ দল মংলার মামার ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় সেখানকার চারটি কাঠের গোলা (আড়ৎ) থেকে সুন্দরবনের কর্তন নিষিদ্ধ সুন্দরী, বাইন ও গেওয়াসহ বিভিন্ন প্রজাতির এক হাজার মণ গাছ ও কাঠ জব্দ করা হয়।
 
তবে যে চারটি কাঠের গোলা থেকে ওই কাঠ ও গাছ উদ্ধার করা হয়েছে তার নাম জানাতে পারেননি তিনি।
 
জব্দ কৃত গাছ ও কাঠ সুন্দরবন পূর্ব বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
কোস্টগার্ড পশ্চিম জোনের পেটি অফিসার শহিদুল ইসলাম ও সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) বেলায়েত হোসেন অভিযানের নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।