ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গারো পাহাড়ে হাতি-শাবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ২৩, ২০১৫
গারো পাহাড়ে হাতি-শাবকের মৃতদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তবর্তী গারো পাহাড়ে একটি বন্যহাতির শাবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে স্থানীয় বনবিভাগের কর্মকর্তারা মৃত শাবকটি উদ্ধার করে।



স্থানীয়রা জানায়, গত কয়েকদিন থেকে একদল বন্যহাতি বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে সীমান্তবর্তী গারো পাহাড়ের দিঘলকোনা গ্রামে অবস্থান করছিল।
 
শনিবার সীমান্তের ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন দিঘলকোনা এলাকার পাহাড়ি আদিবাসীরা হাতির একটি মৃত শাবক দেখতে পায়। খবর পেয়ে স্থানীয় ডুমুরতলা বনবিভাগ হাতি-শাবকটি উদ্ধার করে। শাবকটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
 
ডুমুরতলা রেঞ্জের বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, মৃত শাবকটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মাটি চাপা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।