ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাথরঘাটায় উদ্ধারকৃত ২ হরিণ বনে অবমুক্ত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
পাথরঘাটায় উদ্ধারকৃত ২ হরিণ বনে অবমুক্ত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পর্যটন কেন্দ্র হরিণবাড়িয়ার লোকালয়ে চলে আসা দু’টি চিত্রা হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বনবিভাগের সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি ও এর ঘণ্টা খানেক পরে আরো একটি হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়।



বনবিভাগের হরিণবাড়িয়া বিট কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বুধবার বনাঞ্চলের দু’টি হরিণ হরিণবাড়িয়া এলাকার লোকালয়ে আসে। হরিণ দু’টি দেখে স্থানীয়রা বনবিভাগে খবর দেন। পরে বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণ দু’টি উদ্ধার করে বিট কার্যালয় নিয়ে এসে স্বাস্থ্য পরীক্ষা করে। হরিণ দু’টি সুস্থ থাকায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুপুরে সেগুলো বনে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, নদীতে জোয়ারের পানি বাড়ায় হরিণ দু’টি ভাসতে ভাসতে লোকালয়ে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।