ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাঁচাও নদী শীতলক্ষ্যা শীর্ষক আলোচকচিত্র প্রদর্শনী

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বাঁচাও নদী শীতলক্ষ্যা শীর্ষক আলোচকচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ‘বাঁচাও নদী শীতলক্ষ্যা’ স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।

রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়।



এর উদ্বোধন করেন হাজী নুরুদ্দিন আহমেদ হাইস্কুলের পরিচালনা কমিটির চেয়ারপারসন হাসিনা গাজী।   অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এতে নদী দখল ও দূষণ নিয়ে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে সাংবাদিক ফোজিত শেখ বাবুর তোলা ৬০টি আলোকচিত্র স্থান পেয়েছে।

অনুষ্ঠানে লায়ন মোজাম্মেল হক ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসন-৩৭ এর সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, বাসসের প্রধান বার্তা সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, বিশিষ্ট কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলিম, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইসমাইল হোসেন (কচি), ইটিভির এইচআর এজিএম তারেক হাবিব, ঢাকা বারের এপিপি অ্যাড. জাহানারা হোসেন (রোজি), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, ব্যবসায়ী মহসিন ভুইয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীকে আমরা গলা টিপে হত্যা করছি। শীতলক্ষ্যা দখল ও দূষণের কবলে পড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এক দখল ও দূষণমুক্ত করতে সমন্বিত পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে শীতলক্ষ্যাকে বাঁচানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।