ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

লাউয়াছড়ায় মেছো বাঘ অবমুক্ত

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
লাউয়াছড়ায় মেছো বাঘ অবমুক্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনে একটি মেছোবাঘ অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে মেছো বাঘটি অবমুক্ত করেন বন ও পরিবেশ সচিব কামাল উদ্দিন আহমদ।



এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান বন সংরক্ষক তরিকুল ইসলাম, সিলেট বিভাগীয় বন সংরক্ষক আর এস মনিরুল ইসলাম, বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দে, এসসিএস রাজেশ চাকমা, বনরেঞ্জ কর্মকর্তা ফিরোজ আলম চৌধুরী, বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্ত্তী, নাজিম উদ্দিন তুষার ভট্রাচার্য ও সাংবাদিক চেরাগ আলী প্রমুখ

অনুষ্ঠানে বন সচিব কামাল উদ্দিন আহমদ সমৃদ্ধ বন রক্ষায় বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরো বলেন, বন্যপ্রাণী আমাদের প্রকৃতিরই অংশ। বন্যপ্রাণীকে রক্ষা করতে হলে বনাঞ্চলকে রক্ষা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।