ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু সম্মেলন

একমত হবেন কি বিশ্ব নেতারা?

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
একমত হবেন কি বিশ্ব নেতারা?

ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠ্যেয় জলবায়ু সম্মেলনের উপর নির্ভর করছে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম কেমন জীবন যাপন করবে।

প্রায় দুই শ’ দেশ থেকে কমপক্ষে ৪০ হাজার মধ্যস্থতাকারী জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত এই সম্মেলনে অংশ নিচ্ছে।

এখন তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমাদের ভবিষ্যত।

বিজ্ঞানীরা উদ্বিগ্ন, বর্তমানে যে মাত্রায় গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হচ্ছে, ভবিষ্যতেও যদি এই হার একই মাত্রায় থাকে তবে আমরা সর্বনাশের চূড়ান্ত দরজা পেরিয়ে যাব এবং পৃথিবী হয়ে উঠবে অসহনীয়।

সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিদেরও নানা সমস্যার সম্মুখিন হতে হবে। যদিও ইতোমধ্যে বাংলাদেশসহ অনেক দেশ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণের হার কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। কিন্তু সে প্রক্রিয়ায় প্রতিটি রাষ্ট্রের অংশ নেওয়ার ক্ষেত্রে সময় নষ্ট করার আর সুযোগ নেই।

দ্বিতীয় সমস্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নত এবং উন্নয়নশীল দেশের মধ্যে সমন্বয় করা। এদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলো পলিসি বাস্তবায়নে ক্ষতিপূরণ অনুদান হিসেবে চায়, যা এই সম্মেলনে আলোচনার বিষয় হবে।

একাধিক দেশের পরিবেশ আন্দোলনের কর্মীরা চান এই সম্মেলনে বিশ্ব নেতারা নিপুন চুক্তি করে আসুন। এই দাবিতে অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড, ফিলিপিন্স, বাংলাদেশ এবং জাপানের পরিবেশবাদীরা র‌্যালি করেছে।

এর আগে “প্রোটেক্ট আওয়ার কমন হোম” স্লোগান লেখা প্লাকার্ড হাতে মেলবোর্ন-এ ভিড় জমান হাজার হাজার মানুষ।

•    “সেভ আওয়ার প্লানেট” দাবি নিয়ে র‌্যালি অনুষ্ঠিত হয় (ইপিএ)

•    ফিলিপিন্স-এর মানালি উত্তর-পূর্বাঞ্চলে কেসোন শহরে পরিবেশ রক্ষার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয় (ইপিএ)

•    জেনেভায় পরিবেশ রক্ষার দাবিতে পদযাত্রা (ইপিএ)

•    আর্জেন্টিনার ভাস্কর পেড্রো মার্জোরাটি তার শিল্পকর্মের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনে বিশ্ব নেতাদের নির্লিপ্ততার প্রতিবাদ জানান (রয়টার্স)

•    ভারতের স্কুল শিক্ষার্থী দেশটির পরিবেশমন্ত্রীর সামনে প্রতীকী বিশ্ব তুলে ধরে (ইপিএ)

•    ‘আর্থ প্যারেড ২০১৫’ চলাকালে তোকিওতে এক ব্যক্তি পোলার বিয়ারের বেস ধারণ করে (ইপিএ)

•    জার্মানে রেল লাইনে শুয়ে পরিবেশ রক্ষার দাবি জানায় এক যুবক (ইপিএ)

•    প্যারিস সিটি হলের সামনে অনুষ্ঠ্যেয় 'Paris de L'Avenir' প্রদর্শনীর শেষ প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা (রয়টার্স)

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এটি

** বিশ্ব নেতারা প্যারিসে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।