ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নলডাঙ্গায় ফাঁদ পেতে মেছো বাঘ হত্যা

ডিস্ট্রিক্ট করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
নলডাঙ্গায় ফাঁদ পেতে মেছো বাঘ হত্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ফাঁদ পেতে একটি মেছো বাঘকে আটক করে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।
 
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) উপজেলার নসরতপুর গ্রামে এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানায়, উপজেলার নসরতপুর গ্রামের বাবুর পুকুরে প্রতিদিন একটি মেছো বাঘ মাছ খেতে আসে। বৃহস্পতিবার সকালে এলাকাবাসীর পেতে রাখা ফাঁদে আটকা পড়ে বাঘটি। পরে বাঘটিকে পিটিয়ে হত্যা করে তারা।

এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী বাঘটিকে একপলক দেখবার জন্য ছুটে আসেন। পরে স্থানীয়রা নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান ও রাজশাহী বন বিভাগে খবর দেয়।

ইউএনও ঘটনাস্থলে পৌঁছার আগেই বাঘটি মারা যায়। পরে ইউএনও শারমিন আক্তার বাঘটিকে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে ফেলার অনুমতি দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।