ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মঠবাড়িয়ায় ৮ হরিণের চামড়াসহ ২ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মঠবাড়িয়ায় ৮ হরিণের চামড়াসহ ২ পাচারকারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সদর থেকে আটটি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন- মঠবাড়িয়া থানাপাড়ার মো. আলম মৃধার ছেলে মো. মিরাজ মৃধা (২৭) ও বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি গ্রামের মৃত আহম্মদ হাওলাদারের ছেলে মো. হালিম হাওলাদার (৩৮)।
 
র‌্যাব-৮ এর সহকারী পরিচালক মেজর শিশির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  র‌্যাব-৮ এর একটি টহল দল থানাপাড়ার মিজান মৃধার ঘরে অভিযান চালায়। এ সময় সুন্দরবন থেকে নিয়ে আসা আটটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ চামড়াগুলো হালিম বিক্রির উদ্দেশে তার বাড়িতে জমা করেছিল।

তিনি আরো জানান, আটক ব্যক্তিরা স্বীকার করেছে তারা নিয়মিত হরিণের চামড়া সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।