ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

অদ্ভুতুড়ে উদ্ভিদ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
অদ্ভুতুড়ে উদ্ভিদ! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: দেখতে অবিকল মানুষের হাতের পাঞ্জা আকৃতির। শুধু রং গাঢ় লাল।

নিচের দিকে শেকড়ের মত দেখতে।

অদ্ভুত এ উদ্ভিদ নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।   মাটি ভেদ করে ওঠা এ রক্ত লাল পাঞ্জা দেখতে ভিড় করতে শুরু করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরাসহ সাধারণ মানুষ।

শনিবার (১৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর গুদামপাড়া গ্রামে একটি পরিত্যক্ত শ্মশানঘাটের মাটির ঢিবিতে এ অদ্ভুতুড়ে উদ্ভিদের সন্ধান পাওয়া যায়।
 
এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে এ উদ্ভিদ দেখতে এলাকার লোকজন ভিড় করতে শুরু করে।

ঘটনাস্থলে ভিড় করা অচিন্ত কুমার রায় বাংলানিউজকে বলেন, এমন গাছ কখনো দেখিনি।

ঠাকুরগাঁও সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোখলেসুর রহমান সরদার বলেন, এটা বাঁশ গাছেরই অংশ বলে মনে হচ্ছে। কোনো কারণে সেটা হাতের পাঞ্জার আকার ধারণ করেছে।

তবে বিভিন্ন এলাকায় এ উদ্ভিদ কানচটি নামে পরিচিত বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।