সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থেকে দলছুট একটি হনুমান উদ্ধার করেছে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যার আগে সলঙ্গা থানার আমসড়া এলাকা থেকে হনুমানটি উদ্ধার করা হয়।
এদিকে, হনুমানটি উদ্ধারের সময় থানার চুনিয়াখাড়া গ্রামের আবু বক্কার (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
রাজশাহীর বন কর্মকর্তা আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, দীর্ঘ ৬ মাস ধরে হনুমানটি সিরাজগঞ্জের উল্লাপাড়া, রায়গঞ্জ, কাজিপুর, সলঙ্গা ও তাড়াশ উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল। এক পর্যায়ে শনিবার(২৩ জানুয়ারি) বিকেলে সলঙ্গা থানার আমশড়া গ্রামে যায়। স্থানীয় লোকজন বিভিন্ন ফলমূল ও খাবার দেয় হনুমানটিকে।
এরপর সন্ধ্যার দিকে আমশড়া দক্ষিণপাড়া গ্রামের সুলতান মাহমুদ ভুলুর বাড়িতে অবস্থান নেয় হনুমানটি। এক পর্যায়ে সুলতান মাহমুদের স্ত্রী সাজিনা খাতুন কৌশলে তাদের টয়লেটে আটকে রাখেন। খবর পেয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হনুমানটি উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
পিসি