ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস

গোপালগঞ্জ: গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

সোমবার (২৫ জানুয়ারি) ভোরে সারাদেশের মধ্যে এটাই সর্বনিম্ন তাপমাত্রা বলে জানা গেছে।



এছাড়া মঙ্গলবারের (২৬ জানুয়ারি) তাপমাত্রা এর কাছাকাছি থাকতে পারে বলেও জানিয়েছেন ওই অফিস সূত্র।

হঠাৎ করে তাপমাত্রা কমে যাওয়ায় গোপালগঞ্জে শীত জেঁকে বসেছে। তাই জেলার ছিন্নমূল, গরিব ও খেটে খাওয়া মানুষ ঠাণ্ডায় কষ্ট পাচ্ছে। ফলে শীতজনিত অসুখে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভিড় করছেন শিশুসহ নানা বয়সের মানুষ।

গোপালগঞ্জ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান বাংলানিউজকে বলেন, বর্তমানে গোপালগঞ্জের ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে। মঙ্গলবার পর্যন্ত এ শৈত্যপ্রবাহের প্রভাব বিদ্যমান থাকবে।

এ কারণে তাপমাত্রা রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি থাকতে পারে। তবে, দিনের বেলায় আকাশে সূর্য ও রোদ থাকায় আবহাওয়া উষ্ণ থাকবে। বাতাসের সঙ্গে কনকনে শীত থাকবে।
 
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন বলেছেন, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ শিশুরা এখনও হাসপাতালে চিকিৎসা নিতে আসেনি। এখন যেসব শিশু আসছে এটা গতানুগতিক। তবে, আরও কয়েকদিন এমন শীত থাকলে শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হতে পারে। শিশুদের গরম কাপড় দিয়ে জড়িয়ে রাখতে পরামর্শ দেন তিনি।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী বলেন, রাতে আবহাওয়া কমে গেলেও দিনের বেলায় রোদ থাকলে ফসলের ওপর তেমন প্রভাব পড়বে না।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।