ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টার দিকে শহরের পায়রা চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঝিনাইদহ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।



ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত শত বছরের পুরাতন গাছ কাটা বন্ধ করা না হলে কঠোর কমসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

এসময় জেলা জাসদের সভাপতি মুন্সী ইমদাদুল হক, সহ-সভাপতি শরাফৎ ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, যুগ্ম সম্পাদক শামীম আক্তার ও সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।