ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

জাতীয় বাঘ সচেতনতা প্রচার অভিযান শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
জাতীয় বাঘ সচেতনতা প্রচার অভিযান শুরু

ঢাকা: ‘বাঘ ‍আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসএইড’র বাঘ সুরক্ষা প্রকল্পের আওতায় চার বছরব্যাপী জাতীয় বাঘ সচেতনতা প্রচার অভিযান শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি ) ইউএসএইড’র বাঘ সংরক্ষণ প্রকল্পের গণমাধ্যম শাখার পরামর্শক আব্দুল্লাহ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



সাধারণ জনগণের মধ্যে বাঘ, সুন্দরবন ও জীব বৈচিত্র সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জন্যই এই প্রচার অভিযান।

আয়োজনের বিস্তারিত দিক তুলে ধরে বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ডেইলি স্টারের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ক্যাম্পেইনের উদ্বোধনী আয়োজন আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী জাতীয় কৃষিবিদ ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।