ঢাকা: রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হতে যাচ্ছে ‘ছবি দেখা শেখা: বাটারফ্লাইস অব বাংলাদেশ, ইনভেনটরি ফোর্থ ফেজ’ শীর্ষক তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী।
জীবন বিকাশ কার্যক্রম ও বন বিভাগের যৌথ আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রদর্শনী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইইউসিএন-এর বাংলাদেশ প্রতিনিধি ইসতিয়াক উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বন বিভাগের বনরক্ষক, বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ সার্কেল অসিত রঞ্জন পাল।
প্রদর্শনীতে আটটি প্রজাতির প্রজাপতির ৫০টি আলোকচিত্র স্থান পেয়েছে। শুক্রবার শুরু হয়ে রোববার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এএ