শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলে দুর্বৃত্তরা চা শ্রমিকের ৫শ’ লেবু গাছ কেটে ফেলেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ভাড়াউড়া চা বাগানের ওপর টিলা সংলগ্ন নারায়ণ হাজরার জমিতে সম্প্রতি দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কর্তনকৃত লেবুসহ গাছগুলো পড়ে রয়েছে। কিছু কিছু গাছের লেবু রোদের তাপে শুকিয়ে যাচ্ছে। গাছের এমন ক্ষয়ক্ষতি দেখে লেবুবাগানের মালিক নারায়ণ হাজরা কান্নায় ভেঙ্গে পড়েন।
নারায়ণ হাজরার ছেলে রাধেশ্যাম হাজরা বলেন, বাবা অনেক কষ্টে ধারদেনা করে লেবুগাছগুলো লাগিয়ে পরিচর্যা করে আসছিলেন। রোববার (২৪ এপ্রিল) রাতে দশ-পনের জন লেবুবাগানে প্রবেশ করে ফলনসহ লেবুগাছগুলো কেটে ফেলে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় জন প্রতিনিধি ও চা শ্রমিক নেতা বিজয় হাজার বাংলানিউজকে বলেন, গাছগুলোতে যখন ফলন আসা শুরু হলো তখনই কে বা কারা এমন ক্ষতি করলো। যারা এ ধরনের কাজ করতে পারে তারা মানুষ নয়।
এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান রাধেশ্যাম।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বিবিবি/জেডএস