ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

২৫ জুন পর্যন্ত কম-বেশি বৃষ্টি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ১১, ২০১৬
২৫ জুন পর্যন্ত কম-বেশি বৃষ্টি ছবি: দেওয়ান মো. ইমন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রোদ-বৃষ্টির খেলায় আগামী কদিন বৃষ্টিরই প্রাধান্য। এবার মৌসুমী বায়ু খানিক আগেভাগে চলে আসায় বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি জ্যৈষ্ঠের শেষ ভাগ থেকেই দেশব্যাপী জেঁকে বসেছে।

যা অব্যাহত থাকবে আগামী ২৫ জুন (শনিবার) পর্যন্ত।

আগামী এ কদিন দেশব্যাপী বিভিন্নস্থানে থেকে-থেমে কম-বেশি বৃষ্টি হবে। মাঝারি ও ভারী বৃষ্টির এই সময়ে তাপমাত্রাও কমে আসবে, দূর হবে রোদের খরপাত প্রভাবও।

এতে এবার রমজানে তীব্র দাবদাহ থেকে মুক্তি পাবেন রোজাদাররা। বৃষ্টি ভেজা শীতল আবহাওয়ায় রোজার দিনগুলো হবে আরও স্বস্তির।

লঘুচাপের প্রভাবে যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে ঝড়ো বাতাসসহ বজ্রপাতেরও শঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, পশ্চিমা বাতাসের প্রভাবে দেশের নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সুমদ্রবন্দরে রয়েছে ৩ নম্বর সংকেত।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুন ১১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।