ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ঈদের মাঠে জমে উঠেছে ছেলে-বুড়োর মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
ঈদের মাঠে জমে উঠেছে ছেলে-বুড়োর মেলা

জামালপুর: ঈদের নামাজ শেষ। এবার ঈদগাহ মাঠ সংলগ্ন মেলায় সমাগম।

যদিও বেলা ওঠার পর থেকেই নানা পণ্য আর খাবার নিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। মাঝে নামাজের বিরতিতে আবার জমে উঠেছে মেলা।

সকালে শুধু ছোটরা ক্রেতা হলেও এখন তাতে বুড়োরাও সামিল হয়েছেন। আর এ চিত্র আজ জামালপুরের গ্রামে গ্রামে।

সরেজমিন দেখা গেছে, ছোটদের খেলনা আর নানা প্রকারের আচারই এ মেলার মূল আকর্ষণ। হালের শহুরে খাবারের মেনু নিয়ে কেউ কেউ আবার ফুচকা, চটপটি নিয়েও বসেছেন।

জেলার বেলটিয়া, কেন্দুয়া, মেষ্টা, হাজিপুর বিভিন্ন এলাকায় এখন মেলা কেন্দ্রিক উৎসব চলছে। তবে এটা বিকেলের পর আর থাকবে না।

কুজগড় ঈদগাহ মাঠের পাশে এমন একটি আয়োজনে নানা প্রকার আচার নিয়ে বসেছেন মালেক মিয়া। তিনি বাংলানিউজকে বলেন, আঙ্গরে (আমাদের) আনন্দ তো এইডেই। ছোড ঈদ তো। তাই বেবাক পুলাপাইন আচার খাইতে আহে। ওগরে আনন্দ দেইখা আঙ্গরেও আনন্দ ঠেহে (লাগে)। তাই একদিনের জন্যই দোহান (দোকান) খুলছি।

তার দোকানে দেদারসে বিক্রি হচ্ছে বরই, আম, চালতা আর আমড়ার আচার। দুই টাকা থেকে শুরু করে পাঁচ, দশ টাকা করে বিক্রি হচ্ছে।

পাশেই খেলনা নিয়ে এসেছেন রহিম উদ্দীন। গ্যাস বেলুন আর মুখোশই বেশি বিক্রি হচ্ছে। এলাকার মুরব্বি কাশেম মোল্লা বলেন, নাতিরে মুখোশ কিনে দিছি। অগরে খুশিই তো আঙ্গরে খুশি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।