ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ধামইরহাটে দু’টি গন্ধ গোকুল উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
ধামইরহাটে দু’টি গন্ধ গোকুল উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে দু’টি গন্ধ গোকুল উদ্ধার করেছে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে প্রাণী দু’টি উদ্ধার করা হয়।

সেগুলো এখন ধামইরহাট বন বিট অফিসে খাঁচায় রাখা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের স্থানীয় কর্মী ফাহমিদ জানান, সোমবার (১১ জুলাই) বিকেলে রামচন্দ্রপুর গ্রামের পাশে ফাঁকা একটি স্থানে প্রাণী দু’টি ঘোরাফেরা করছিল। পরে ওই এলাকার বিশ্বলাল নামে এক ব্যক্তি প্রাণী দু’টি ধরে মঙ্গলবার সকালে বন বিট অফিসে খবর দেন। সকালে রামচন্দ্রপুর গ্রামে গিয়ে সেখানকার জনপ্রতিনিধি ও গ্রমবাসীর উপস্থিতিতে বিশ্বলালের কাছ থেকে প্রাণী দু’টি বন বিট অফিসে আনা হয়।

ফাহমিদ আরো বলেন, উদ্ধারকৃত প্রাণী দু’টি গন্ধ গোকুল বলে নিশ্চিত হয়েছি। প্রাণী দু’টি কোথায় ছাড়া হবে তা এখনো ঠিক করা হয়নি।

প্রসঙ্গত, বছর দুই আগে ধামইরহাট জাতীয় উদ্যান আলতাদিঘী শালবনে দু’টি গন্ধ গোকুল অবমুক্ত করা হয়েছিল বলে সংশ্লষ্টরা জানান।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ১২, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।