ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

শ্রীমঙ্গলে মায়া হরিণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
শ্রীমঙ্গলে মায়া হরিণ উদ্ধার সংগৃহীত

ঢাকা: শ্রীমঙ্গলের কাঁঠালকান্দি গ্রামে অভিযান চালিয়ে একটি মায়া হরিণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীমঙ্গলের কমলগঞ্জ উপজেলার কাঁঠালকান্দি গ্রামে ৪৬ ব্যাটালিয়নের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল টিম হাবিলদার মো. বায়রন অালীর নেতৃত্বে কাঁঠালকান্দি গ্রামে অভিযান চালান। হরিণটি কাঁঠালকান্দি গ্রামের পাশের জঙ্গল থেকে গ্রামের মধ্যে ঢুকলে গ্রামের লোকজন হরিণটি আটক করে জবাই করার প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদ পেয়ে বিজিবির টহল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে।

উদ্ধারের পর হরিণের পায়ে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরবর্তীতে হরিণটির প্রয়োজনীয় সেবা শুশ্রুষার জন্য দুপুরে মৌলভীবাজারের রামকৃষ্ণ মিশন রোডে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
এসজে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।