ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

লাউয়াছড়ায় ফের ট্রেনের চাকায় পিষ্ট শঙ্খিনী-দাঁড়াশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
লাউয়াছড়ায় ফের ট্রেনের চাকায় পিষ্ট শঙ্খিনী-দাঁড়াশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): লাউয়াছড়া জাতীয় উদ্যানে ফের ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা পড়লো বিরল প্রজাতির শঙ্খিনী ও একটি দাঁড়াশ সাপ। সংরক্ষিত এ বনটিতে এ ঘটনা নতুন নয়।

এভাবে প্রায়ই রাস্তা পারাপারের সময় মারা পড়ছে বিপন্ন সব বন্যপ্রাণী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ও বিকেলে আলাদা দু’টি ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মারা গেলো আরও দু’টি সাপ।

মৌলভীবাজার রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তবিবুর রহমান এ বিষয়ে বাংলানিউজকে বলেন, লাউয়াছড়ায় শুক্রবার ভোরে রাস্তা অতিক্রমের সময় কালো-হলুদ রঙের শঙ্খিনী সাপ ও বিকেলে ধূসর রঙের দাঁড়াশ সাপ  ট্রেনের চাকায় কাটা পড়ে মারা যায়।

তিনি আরও বলেন, এভাবে প্রতিদিনই কোনো না কোনো বন্যপ্রাণী মারা পড়েছে। আমরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অনেক দিন থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর অবহিত করে আসছি।

সংরক্ষিত বনে আইনগত এভাবে সড়ক ও রেলপথ থাকার নিয়ম নেই। লাউয়াছড়া থেকে এ সড়ক ও রেলপথ অন্যত্র সরানো হলে লাউয়াছড়ার মূল্যবান জীববৈচিত্র্যগুলো রক্ষা পেতো বলে জানান এ বন কর্মকর্তা।


বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
বিবিবি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।