১৭ জুন (শনিবার) দুপুরে মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে কালাছড়া বিটের বাফার বাগানের দশজন উপকারভোগীর মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়। মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান এই চেক বিতরণ করেন।
অর্থপ্রাপ্ত ব্যক্তিরা হলেন - মো. আবুল হাসেম, আব্দুল জব্বার, মনতু মিয়া, অজিত কুমার সাহা, লতিফুর রহমান, মনতাক মিয়া, সনর মিয়া, সোনাউর মিয়া, আব্দুল লতিফ এবং তাসফিয়া তাসনিম মাইশা।
মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, সামাজিক বনায়নের নামে সৃজন করা বাগানটির মোট বিক্রয়কৃত কাঠের মূল্য ১৮ লাখ ২৮ হাজার টাকা। এর মধ্যে ৪৫ ভাগ অর্থাৎ ৮ লাখ ২২ হাজার ৬শ’ টাকা সরকারের বন রাজস্ব এবং অপর ৪৫ ভাগ অর্থাৎ ৮ লাখ ২২ হাজার ৬ শ’ টাকা উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ ছাড়াও অবশিষ্ট ১০ ভাগ অর্থাৎ ১ লাখ ৮২ হাজার ৮ শত টাকা কালাছড়া বিটের উক্ত স্থানে পুনরায় নতুন বাগান সৃজনে ব্যয় করা হয়েছে বলে জানান এসিএফ তবিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বিবিবি/আরআই