ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

পাথরঘাটায় বিষ দিয়ে ৬০টি বক শিকার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
পাথরঘাটায় বিষ দিয়ে ৬০টি বক শিকার মৃত বক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীর তীরে বিষটোপ দিয়ে অন্তত ৬০টি বক শিকারের অভিযোগ পাওয়া গেছে। 

সোমবার (২০ নভেম্বর) সকাল ৬টার দিকে এ বক শিকারের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে পাথরঘাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর ও তার তিন-চারজন সহযোগী ফেরিঘাট এলাকায় বিষখালী নদীর তীরে বিষ ছড়িয়ে দেন।

সকাল ৬টার দিকে প্রায় শতাধিক বক এ বিষ খায়। কিছুক্ষণের মধ্যে ছটফট করে চরে লুটিয়ে পড়ে অন্তত ৬০টি বক।  

পাথরঘাটা বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মো. হুমায়ুন কবির তালুকদার বলেন, অতিথি পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত বকগুলো জব্দ করেছি এবং এ ঘটনায় জড়িত জাহাঙ্গীর নামে একজনকে শনাক্ত করতে পেরেছি।  

এ ব্যাপারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।