ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বাগেরহাটে ৩৫টি কচ্ছপসহ কাঁকড়া ব্যবসায়ী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
বাগেরহাটে ৩৫টি কচ্ছপসহ কাঁকড়া ব্যবসায়ী আটক  কচ্ছপ। ফাইল ছবি

বাগেরহাট: বাগেরহাটে ৩৫টি কচ্ছপসহ মিলন অধিকারী (৩৮) নামে এক কাঁকড়া ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-০৬। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জেলার মোংলা উপজেলার দিগরাজ বাজারে মিলনকে তার ব্যবসা প্রতিষ্ঠান (কাঁকড়ার ডিপো) থেকে কচ্ছপসহ আটক করা হয়।

আটক মিলন স্থানীয় মনোমালী অধিকারীর ছেলে।

র‌্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে মিলনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৩৫টি  কচ্ছপ উদ্ধার করা হয়। কচ্ছপগুলো পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, আটক মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি ছয়-সাত বছর ধরে চট্টগ্রাম থেকে কচ্ছপ সংগ্রহ করে বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে বিক্রির পাশপাশি পার্শ্ববর্তী দেশে পাচার করতেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।