ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গাজীপুরে চার প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
গাজীপুরে চার প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে চার প্রতিষ্ঠানকে সাত লাখ ১৬ হাজার ৩১৪ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরে পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ অর্থদণ্ড দেন।  

পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র ও তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ছাড়াই কারখানার দূষিত বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি নির্গমন করে পরিবেশ দূষণ করে আসছিলো ওই চার প্রতিষ্ঠান। গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর মালিক প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়।  

পরে শুনানি শেষে পরিবেশ অধিদপ্ত পরিচালক গাজীপুরের লুজিন ফ্যাশন লিমিটেডকে চার লাখ ৫০ হাজার টাকা, ট্রেড ইঞ্জিনিয়ারিংকে দুই লাখ টাকা, ওমকার টেক্সটাইলকে ৬৫ হাজার ৫৬ টাকা ও জেনট্রি ফার্মাসিউটিক্যালসকে এক হাজার ২৫৮ টাকা জরিমানা করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।