ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

তিতলির প্রভাবে বরিশালে নৌযান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
তিতলির প্রভাবে বরিশালে নৌযান চলাচল বন্ধ নৌযান চলাচল।

বরিশাল: ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বরিশালজুড়ে বৈরী আবহাওয়া বিরাজ করছে।

বুধবার বিকেল থেকে এখনও বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর সারাদেশের সঙ্গে বরিশাল নদীবন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

গতরাত থেকে দক্ষিণের এই জনপদে কখনো থেমে থেমে কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

এরফলে খানাখন্দে পানি জমে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থাকার পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।

দুপুর সাড়ে ১২টায় বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ো হাওয়া না থাকলেও গত ২৪ ঘণ্টায় বরিশালে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগর এখনও উত্তাল। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে ২ নম্বর সতর্কতা সংকেত বহাল রয়েছে।

বৈরী আবহাওয়া কারণে গতকাল বিকেল থেকে সারাদেশের সঙ্গে বরিশাল নদী বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।