ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সূবর্ণচরে প্রবল ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, মে ৪, ২০১৯
সূবর্ণচরে প্রবল ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১ ঝড়ে উত্তাল উপকূলীয় অঞ্চল

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর, হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সদর উপজেলাসহ ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বসত ঘরে চাপা পড়ে নিহত হয়েছে ইসমাইল হোসেন নামে দু'বছরের এক শিশু। এছাড়াও বিভিন্ন স্থানে অন্তত ৩০জন আহত ও শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে ঘরের মধ্যে চাপা পড়ে চরওয়াপদা ইউনিয়নের একজন নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও স্থানীয়রা।      

শনিবার (৪ মে) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলায় এ ঝড় আঘাত হানে।

নিহত ইসমাইল সূবর্ণচরের ওই উনিয়নের চর আমানউল্লাপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। আহতদের অনেককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাদের নাম পরিচয় জানা যায়নি।

একজন শিশু নিহত হওয়ার বিষয়টি চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেত উদ্দিন বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।