ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

গাজীপুরে দূষণের দায়ে ২ কারখানাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
গাজীপুরে দূষণের দায়ে ২ কারখানাকে জরিমানা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের যোগিতলা ও উত্তর খাইলকুর এলাকায় পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

এ সময় যোগিতলা এলাকার স্পেস সোয়েটার লিমিটেড ও উত্তর খাইলকুর এলাকার ভ্যালমন্ট ওয়াশিং লিমিটেড কারখানাকে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা দুটি বেশ কিছুদিন ধরে ইটিপিবিহীন ওয়াশিংয়ের বর্জ্য নির্গমন করে পরিবেশ দূষণ করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, ওই দুই কারখানাকে দ্রুত ইটিপি নির্মাণ করে কারখানার কার্যক্রম চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

এসময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রাজ্জাক ও আনসার বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
আরএস/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।