মঙ্গলবার (২৮ জানুয়ারি) তেঁতুলিয়ায় সকাল ৯টায় আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা কমে এলেও সকাল থেকেই দেখা মিলেছে সূর্যের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলনিউজকে জানান, বর্তমানে পঞ্চগড়ের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আকাশ মেঘমুক্ত রয়েছে সে কারণে দেখা মিলেছে সূর্যের।
বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরএ