ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আম্পানের প্রভাবে পিরোজপুরে বৃষ্টি, বেড়েছে নদ-নদীর পানি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ১৯, ২০২০
আম্পানের প্রভাবে পিরোজপুরে বৃষ্টি, বেড়েছে নদ-নদীর পানি 

পিরোজপুর: ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পিরোজপুরে মঙ্গলবার (১৯ মে) দুপুর থেকে বৃষ্টি হয়েছে। স্বাভাবিক জোয়ারের কারণে বাড়তে শুরু করেছে স্থানীয় নদ-নদীর পানি। 

সরেজমিনে দেখা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় আড়াইটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে কখনো গুড়ি আবার কখনো মুষল ধারে বৃষ্টি হয়েছে। এ সময় আকাশ বেশ মেঘলা থাকলেও বিকেল পৌনে ৩টার দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে থাকে।

স্থানীয় কালিগঙ্গা নদীতে স্বাভাবিক জোয়ারে পানি বাড়ায় জেলার অনেক স্থানের ফসলি জমি প্লাবিত হওয়াসহ অনেক স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পানি উঠতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার কচা, বলেশ্বর, মধুমতি, কালিগঙ্গা নদীতে স্বাভাবিক জোয়ারের পানির থেকে বেশি পানি ও পানির স্রোত দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।