ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আরও ২-৩ দিন কুয়াশাচ্ছন্ন থাকবে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
আরও ২-৩ দিন কুয়াশাচ্ছন্ন থাকবে ঢাকা

ঢাকা: সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন রাজধানী। গত কয়েকদিন ধরে চলছে এ অবস্থা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী আরো দুই থেকে তিনদিন এমন কুয়াশামোড়া থাকবে ঢাকা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের সবশেষ প্রতিবেদনে বলা হয়, ঢাকা ও তার আশপাশে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে। নদী অববাহিকা বা বড় ধরনের জলাধর রয়েছে এমন স্থানের আশপাশে ভারী বা ঘন কুয়াশা থাকতে পারে।  

রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর কার্যালয়ের আবহাওয়াবিদ আবদুর রহমান বাংলানিউজকে বলেন, শীতকালে এমন সময়ে কুয়াশা হওয়া স্বাভাবিক। এখন রাজধানীতে যে কুয়াশা পড়ছে সেটা হালকা থেকে মাঝারি কুয়াশা। তবে দেশের বিভিন্ন স্থানে নদী অববাহিকায় ভারী বা ঘন কুয়াশা পড়তে পারে। রাজধানীর জন্য এই অবস্থা আরও দুই থেকে তিন পর্যন্ত থাকতে পারে।  

তবে তিনদিন পর থেকে এই কুয়াশা আরও হালকা হয়ে যাবে বলেও জানান এই আবহাওয়াবিদ।  

কুয়াশার পাশাপাশি এই কদিন আবহাওয়া মূলত আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে।  

একই সঙ্গে চলতি মাসের শেষভাগে দেশের উত্তর, উত্তর পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চলে এক থেকে দু’টি মৃদু (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্য প্রবাহ দেখা দিতে পারে।  

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক মাসিক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।