ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ কুয়াশায় ঢাকা জনপদ। ছবি: বাংলানিউজ

নীলফামারী: শনিবার (৯ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ। ফলে শীতের তীব্রতাও বেড়েছে।

লোকজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে।

মহাসড়ক ও আভ্যন্তরীণ সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশা ও শীতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষেরা। জেলায় সরকারি ও বেসরকারিভাবে এখনো সেভাবে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি।
 
কুয়াশা ও শীতের কারণে রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে। ঝির ঝির বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। এর মধ্যে লোকজন কাজেও যেতে পারছে না।  

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।