মৌলভীবাজার: তীব্র শৈত্যপ্রবাহ বইছে দেশের শীতলস্থান বলে পরিচিত শ্রীমঙ্গলে। কনকন ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে নগরজীবন ও প্রকৃতি।
মাঘের এই মাঝামাঝিতে জেঁকে বসা তীব্র শীতের আমেজ এখন বাংলার প্রকৃতিতে। বিকেলে প্রকৃতির আলো নিভে গিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই অনুভূত হয় তীব্র শীতের দাপট। এ অবস্থা অব্যাহত থাকে পরের দিন সকাল পর্যন্ত।
সোমবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারি মো. ফরমান আলী বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম বাংলানিউজকে বলেন, তীব্র শৈত্যপ্রবাহ বইছে শ্রীমঙ্গলে। গতকাল রোববার (৩১ জানুয়ারি) কুড়িগ্রামের রাজারহাটে ছিলো শ্রীমঙ্গলের মতো তাপমাত্রা অর্থাৎ ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রাম থেকে হিমালায় অপেক্ষাকৃত কাছে বলে হিমালয়ের উত্তরের হাওয়ার প্রভাবটা এদিকে এসে দেখা দিয়েছে।
দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস। এই কনকনে ঠাণ্ডার প্রভাব আরও দুই-তিনদিন থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
বিবিবি/কেএআর