বরিশাল: বরিশালের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ এপ্রিল) ভোর ৫টার দিকে এ ঝড় শুরু হয়।
এ সময় বাতাসের গতিবেগ স্বাভাবিকের থেকে কয়েকগুণ বেশি ছিলো। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি বজ্রসহ গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হয়েছে।
এদিকে এ ঝড় শুরু হওয়ার কিছুক্ষণ পরই শীতল বাতাস ও বৃষ্টির কারণে গরম কিছুটা কমতে শুরু করে। তবে ঝড়ো বাতাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তিও পোহাতে হয়েছে নগরবাসীকে।
বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২১
এমএস/আরএ