ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার উপরে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার উপরে  ফাইল ফটো

সুনামগঞ্জ: গত দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়তে শুরু করেছে হাওরসহ নদ-নদী পানি।  

শনিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া জেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার সীমান্তবর্তী এলাকা লাউড়েরগর এলাকায় ৬৫ মিলিমিটার ও দুর্লভপুর পয়েন্টে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

এছাড়া গত ২৪ ঘণ্টা ধরে ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, দার্জিলিং, আসাম ও মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বাংলানিউজকে বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরসহ নদ-নদীর পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের লাউড়েরগর এলাকায় ৬৫ মিলিমিটার ও দুর্লভপুর পয়েন্টে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এবং ভারতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ বৃষ্টিপাত আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ফলে জেলার নিম্নাঞ্চলে আকষ্মিক বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।