ঢাকা: দেশের বন্যা পরিস্থিতি প্রায় সব অঞ্চলে উন্নতি হয়েছে। তবে তুরাগ নদের পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব বন্যা প্রবণ প্রধান প্রধান নদ-নদীর পানি কমছে। বৃহস্পতিবার নাগাদ আরও কমবে। বর্তমানে তুরাগ নদীর পানি কালিয়াকৈরে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্ৰহ্মপুত্র-যমুনার পানির সমতল হ্রাস অব্যাহত থাকবে। গঙ্গা-পদ্মার পানির সমতলও হ্রাস পাচ্ছে। ফলে সিরাজগঞ্জ জেলার কাজীপুর ও সিরাজগঞ্জ স্টেশন, টাঙ্গাইল জেলার এলাসিন ঘাট স্টেশন এবং মানিকগঞ্জ জেলার আরিচা স্টেশনে পানি সমতল বিপৎসীমার নিচে চলে এসেছে। ফলে এ সব জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।
এছাড়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল এবং মাওয়া পয়েন্টে ও শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি সমতলও বিপৎসীমার নিচে চলে এসেছে। ঢাকার চারপাশের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে। বিপৎসীমা অতিক্রমেরও সম্ভাবনা নেই।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পানির সমতল বেড়েছে ৮৮টিতে। কমেছে ১৯টি স্টেশনের পানির সমতল। দু’টিতে পানির সমতল অপরিবর্তিত আছে। বিপৎসীমার ওপরে আছে একটি স্টেশনের পানি।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
ইইউডি/ওএইচ/