ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বরিশালসহ দক্ষিণাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
বরিশালসহ দক্ষিণাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বরিশাল: বরিশালসহ দক্ষিণাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার হাড় কাঁপানো শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (২১ ডিসেম্বর) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, উত্তরাঞ্চল থেকে হিমবাহের বাতাস প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চলতি মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে দেখছেন তারা।

পরিস্থিতি আগামী এক-দুই দিনে আরও অবনতি হতে পারে বলে ধারণা আবহাওয়া দপ্তরের।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।