ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

উপকূল থেকে উপকূল

সন্দ্বীপে ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় চিকিৎসক একজন

সোলায়মান হাজারী ডালিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
সন্দ্বীপে ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় চিকিৎসক একজন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূলফটক/ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সন্দ্বীপ (চট্টগ্রাম)থেকে ফিরে: ১৮৮ দশমিক ৬২ বর্গকিলোমিটার আয়তনের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বসবাস। এ বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল গাছুয়া এলাকায় অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

কিন্তু সেবা দেবে কি! এ হাসপাতালটি যেন নিজেই রোগাক্রান্ত। ১০ জন চিকিৎসকের চাহিদা থাকলেও রয়েছে মাত্র একজন।

একজন দিয়ে ঢিমেতালে চলছে সেবা কার্যক্রম। সম্প্রতি হাসপাতালটির এমন চিত্র ধরা পড়ে বাংলানিউজের চোখে।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএ বিষয়ে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল করিমের সঙ্গে। তিনি বাংলানিউজকে বলেন, এ হাসপাতালে মোট ১০ জন ডাক্তার থাকার কথা। গত কিছুদিন আগে চারজন থাকলেও এখন আছে মাত্র একজন। চার জনের একজন মাতৃত্বকালীন ছুটিতে, একজন গ্রুপ ফাউন্ডেশন ট্রেনিংয়ে ও একজন প্রমোশন পেয়ে চট্টগ্রামের ফটিকছড়িতে স্থানান্তর হয়েছেন। তাই, কোনো রকমে ডা. আরিফকে দিয়েই চলছে এ হাসপাতালের সেবা কার্যক্রম। মাঝে মধ্যে অতিরিক্ত দায়িত্ব পালন করেন সন্দ্বীপ ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম।
শ্যাওলা পড়া দেয়াল ও অপরিষ্কার বিছানা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমফজলুল করিম আরো বলেন, নানা সংকটে জর্জরিত হাসপাতালটি। বিদ্যুত না থাকায় অপারেশন থিয়েটার চালানো সম্ভব হচ্ছে না। নেই সার্জিকাল ও গাইনি কনসালটেন্ট। এমটি রেডিওগ্রাফি পদটি না থাকায় সচল রাখা যাচ্ছে না তিন লাখ টাকার এক্সরে মেশিনটিও। এসব সংকটের বাইরে অবকাঠামোগত সমস্যাও রয়েছে। হাসপাতালের প্রায় অর্ধেক ভবনেই মেরামত অযোগ্য। ডাক্তার থাকার জন্য নেই ভালো কোনো আবাসিক ভবনও।

হাসপাতালের সংকটের বিষয়ে কথা হয় চিকিৎসা নিতে আসা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুদ্দিন রাজধনের সঙ্গে। তিনি বলেন, হাসপাতালটি সেবা দেবে কি! নিজেই রোগাক্রান্ত। হাত-পা ভাঙা কোনো রোগী আসলে তার চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এক্সরে মেশিনটাও অচল। আবুল খায়ের নামের একজন জানান, জনবলের অভাবে চতুর্থ শ্রেণির কর্মচারী মৃদুল চন্দ্র দাসকে দিয়েই চলছে জরুরি বিভাগের সেবা।
অপরিষ্কার টয়লেট/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমসরেজমিনে শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় গিয়ে দেখা যায়, ৫০ শয্যার মধ্যে মাত্র ১১জন রোগী ভর্তি আছে। বর্হিবিভাগেও তেমন রোগী নেই। যে কয়জন আছে তাদের সঙ্গে কথা বলে জানা যায় সেবা না পাওয়ায় অনেকেই সরকারি হাসপাতালে আসতে চান না।

সংকর বনিক নামের এক রোগী জানান, ভাঙা পা নিয়ে দু’মাস ধরে এ হাসপাতালে ভর্তি আছেন। কাজের কাজ কিছুই হচ্ছে না।  অর্থ সংকটে দ্বীপের বাইরে চট্টগ্রাম জেলা শহরে চিকিৎসা সেবা নেওয়ার উপায়ও নেই তার।

ছুকুমিয়া নামের আরেকজন জানান, সারাদিনে কোনো রকমে একবার ডাক্তারের দেখা মিললেও টাকা ছাড়া মিলছে না ওষু্ধ। হাসপাতালের টয়লেটগুলোর অবস্থাও নাজুক। পূরুষ ও নারী কেবিনের টয়লেটগুলো কবে পরিষ্কার করা হয়েছে তার কোনো হদিস নেই।

রোগীরা জানান, হাসপাতালে যেসব ডাক্তার আছেন তারা হাসপাতালে সেবার দেওয়ার চেয়ে চেম্বার ও বেসসরকারি হাসপাতালই ব্যস্ত থাকেন। এতে অতিরিক্ত অর্থ পাওয়া যায়। বেসরকারি সন্দ্বীপ প্রাইভেট হাসপাতালে গেলেই এর প্রমাণ পাওয়া যায়। সেখানে সরকারি হাসপাতালের চেয়ে প্রায় তিনগুন বেশি রোগী সেবা নিচ্ছেন। ওই হাসপাতালে অপারেশন থিয়েটারও রয়েছে। সরকারি হাসাপাতালে সেবা নিতে আসা প্রায় সব প্রসূতিকেই শেষ পর্যন্ত যেতে হয় ওই হাসপাতালে।
ডাক্তার শূন্য চেম্বার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমউপজেলার স্বাস্থ্য সেবা নিয়ে কথা হয় স্থানীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবুর সঙ্গে। তিনি জানান, উপজেলার হারামীয়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে লোকবল এবং প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কার্যক্রম শুরু করা যাচ্ছে না। হরিশপুরে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের অবস্থাও একই। এই হাসপাতালগুলোর নামে আছে কাজে নেই।  

চিকিৎসকের অবহেলা ও সমস্যার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম জানান, চিকিৎসকদের অবহলোর বিষয়টি পুরোপুরি সত্য নয়। সত্যি বলতে জনবল, যন্ত্রপাতি ও অবকাঠামোগত অভাবেই স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। সেবা বাড়াতে হলে হাসপাতাল ভবন, চিকিৎসকের বাস ভবন, সীমানা প্রাচীর, কনসালটেন্ট, সার্জারি, গাইরি ও নিরাপদ প্রসূতি সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন বলেও জানান ফজলুল করিম।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।