এছাড়াও কয়েকশ’ কিলোমিটার বেড়িবাঁধ, হাজার হাজার একর জমির ফসল, গবাদিপশু নিখোঁজ ও হাঁস মুরগিসহ গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।
জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বুধবার (২০ মে) পটুয়াখালী জেলার পৃথক দুই উপজেলা দুইজনের প্রাণহানি হয়।
মৃতদের মধ্যে বুধবার সকালে কলাপাড়ায় প্রচারণা চালাতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার শাহ আলম (৬০) নৌকা ডুবে নিখোঁজ হনৈ। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে, গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামে শাহাজাদার ছেলে রাশাদ (৫) আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বিকেলে গাছের ডাল ভেঙে চাপা পড়ে মারা যায়।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ২১, ২০২০
এনটি