ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

উপকূল থেকে উপকূল

আম্পান: পটুয়াখালীতে ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২১, ২০২০
আম্পান: পটুয়াখালীতে ১০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, ২ জনের মৃত্যু

পটুয়াখালী: ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় জেলা পটুয়াখালী। ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন দুইজন, বিধস্ত হয়েছে ১০ হাজার ঘরবাড়ি।

এছাড়াও কয়েকশ’ কিলোমিটার বেড়িবাঁধ, হাজার হাজার একর জমির ফসল, গবাদিপশু নিখোঁজ ও হাঁস মুরগিসহ গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

জানা যায়, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে বুধবার (২০ মে) পটুয়াখালী জেলার পৃথক দুই উপজেলা দুইজনের প্রাণহানি হয়।

মৃতদের মধ্যে বুধবার সকালে কলাপাড়ায় প্রচারণা চালাতে গিয়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার শাহ আলম (৬০) নৌকা ডুবে নিখোঁজ হনৈ। পরে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এদিকে, গলাচিপার পানপট্টি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খরিদা গ্রামে শাহাজাদার ছেলে রাশাদ (৫) আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় বিকেলে গাছের ডাল ভেঙে চাপা পড়ে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মে ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।