ঢাকা: রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠানের উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের কোষাধ্যক্ষ ও স্কুল অব আর্টসের ডিন এ এস এম সিরাজুল হক, আইন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সানজাদ শেখসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। একটি উন্নত বিশ্ব গড়তে শিক্ষার্থীদের মানবিক গুণাবলি নিয়ে কাজ করার আহ্বান জানান তারা।
‘মানবধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও অন্য শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য দেন এবং একটি র্যালির আয়োজন করেন। এছাড়া আয়োজন করা হয় পোস্টার প্রেজেন্টেশনের। দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি তারা বছর ধরে মানবাধিকার দিবসের চেতনা বহন করার আহ্বান জানান।
সিইউবির আইন বিভাগের উপদেষ্টা ড. মো. নাজমুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে পোস্টার প্রেজেন্টেশনের পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২২
আরবি