ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিটি ব্যাংক-এসবিকে টেকভেঞ্চারসের মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
সিটি ব্যাংক-এসবিকে টেকভেঞ্চারসের মধ্যে চুক্তি

ঢাকা: সিটি ব্যাংক সম্প্রতি সিটি ব্যাংক সেন্টারে স্টার্টআপে অংশীদারিত্ব ও অর্থায়নের জন্য এসবিকে টেকভেঞ্চারসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

এসবিকে টেকভেঞ্চারস একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে অল্টারনেট ইনভেস্টমেন্ট ফান্ড (এআইএফ) লাইসেন্স প্রাপ্ত।

এর লক্ষ্য প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলোকে কারিগরি সহায়তা দেওয়া। বর্তমানে এসবিকে টেকভেঞ্চারসের ৪২টি স্টার্টআপে বিনিয়োগ রয়েছে, তার মধ্যে এড টেক, হেলথ টেক, ফিন টেক, ই-কমার্স, বিটুবিসাস ইত্যাদি উল্লেখযোগ্য।  

দুই কোম্পানির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে এসবিকে টেকভেঞ্চারসের বিভিন্ন খাতের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে সহযোগিতার জন্য চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সিটি ব্যাংকের চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার মো. আশানুর রহমান ও এসবিকে টেকভেঞ্চারসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিওও এবং ক্যামেলকো মাহিয়া জুনেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মেসবাউল আসিফ সিদ্দিকী, ডিজিটাল ফাইন্যান্সের ভারপ্রাপ্ত প্রধান মুজতাবিনুল আহমেদ ও এসবিকে টেকভেঞ্চারসের ডিরেক্টর অব ইনভেস্টমেন্টস আনিসা আলী সিএফএ এবং ডিরেক্টর অব অপারেশনস ফারহান রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।