ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ভিসা হজ এজেন্ট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ভিসা হজ এজেন্ট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

ঢাকা: বাংলাদেশে সর্বপ্রথম সর্বোচ্চ লেনদেন সুবিধাসহ ‘ভিসা হজ এজেন্ট কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী প্রধান অতিথি হিসেবে এ কার্ডের উদ্বোধন করেন।

 

ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ভিসা কার্ডের কান্ট্রি হেড সৌম্য বসু ও ডিরেক্টর (প্রোডাক্ট অ্যান্ড সলিউশন) সিরাজ সিদ্দিকী শাকিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান। এ সময় শীর্ষস্থানীয় হজ এজেন্সির স্বত্বাধিকারীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে কেনাকাটা, বাড়ি ভাড়া দেওয়া ও নগদ মুদ্রা উত্তোলন করা যাবে।  

এছাড়া সর্বোচ্চ সাড়ে সাত লাখ মার্কিন ডলার সমমূল্যের টাকা ব্যাংকে জমার সুবিধাসহ সৌদি আরবের এটিএম থেকে প্রতিদিন সর্বোচ্চ দেড় লাখ মার্কিন ডলার সমমূল্যের রিয়াল নগদ উত্তোলন করা যাবে। কার্ড ইস্যু ও নবায়নে কোনো চার্জ নেই।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।