ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

উত্তরা ব্যাংক সিকিউরিটিজের শাখা অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
উত্তরা ব্যাংক সিকিউরিটিজের শাখা অফিস উদ্বোধন

ঢাকা: চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ‘শাখা অফিস, আগ্রাবাদʼ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ মার্চ) উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের সম্মানিত পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন এ শাখা অফিসের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. রবিউল হাসান, উপ-মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী (উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড) মুহম্মদ গোলাম ফারুখ এবং উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (চট্টগ্রাম অঞ্চল) মোহাম্মদ লিটন পাশা খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন।  

এখন থেকে সম্মানিত গ্রাহকরা উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের আগ্রাবাদ শাখা অফিসের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।