ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

বিদ্যানন্দকে সঙ্গে নিয়ে রবি’র ইফতার ডোনেশন কর্মসূচি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
বিদ্যানন্দকে সঙ্গে নিয়ে রবি’র ইফতার ডোনেশন কর্মসূচি

পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে ইফতার ক্যাম্পেইনের আয়োজন করেছে রবি। যৌথভাবে আয়োজিত এই ইফতার বিতরণ ক্যাম্পেইনে রবি’র সঙ্গে রয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

এ আয়োজনের মাধ্যমে রবি’র গ্রাহকরা রমজান মাসজুড়ে রিচার্জের মাধ্যমে মানবিক কার্যক্রমে অবদান রাখার সুযোগ পাচ্ছেন। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায়, গ্রাহকদের প্রতিটি নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জে সুবিধাবঞ্চিত পরিবার এবং এতিমদের ইফতার সরবরাহ করবে রবি।

রমজানের প্রথম দিন থেকেই গ্রাহকরা দুটি নির্দিষ্ট রিচার্জ বান্ডেল কেনার মাধ্যমে এই ক্যাম্পেইনে ডোনেট করতে পারবেন।

৩৫৮ এবং ৩৯৯ টাকার প্রতিটি বান্ডেল প্যাক কিনলেই গ্রাহকদের পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ইফতার বিতরণ ফান্ডে রবি ৩০ টাকা করে ডোনেট করবে।

৩৫৮ টাকা বান্ডেল রিচার্জে গ্রাহকরা যথাক্রমে ৫৩০ মিনিট টকটাইম, ১ জিবি ডাটা এবং নূর সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। ৩৯৯ টাকা রিচার্জে রবি’র গ্রাহকদের জন্য থাকছে ১৮জিবি ডাটা অফার এবং নূর সাবস্ক্রিপশন। উভয় ক্ষেত্রে অফারের মেয়াদ ৩০ দিন।

এ ধরনের উদ্যোগ পবিত্র রমজানের তাৎপর্য ও মূল্যবোধকে সুসংহত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩,
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।