ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

হজযাত্রীদের জন্য উপহারসামগ্রী দিল হামদর্দ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
হজযাত্রীদের জন্য উপহারসামগ্রী দিল হামদর্দ 

ঢাকা: হজযাত্রীদের জন্য উপহারসামগ্রী বিতরণ করেছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ।  

সোমবার (১৫ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম, হজ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।  

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানবসেবার ক্ষেত্রে হামদর্দ অনন্য নজির স্থাপন করেছে। এর ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও হজ যাত্রীদের পাশে দাঁড়িয়েছে হামদর্দ। ভবিষ্যতেও মানবকল্যাণে আরও নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে এগিয়ে যাবে এ প্রতিষ্ঠান।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও হামদর্দ সাধ্যমতো চেষ্টা করছে সেবার কার্যক্রম চালিয়ে নিতে। আন্তরিকতা ও দরদ নিয়ে হাজিদের পাশে থাকতে চাই বলেই আমরা এগিয়ে এসেছি। তাছাড়া ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, অগ্নিকাণ্ডসহ সব দুর্যোগে হামদর্দ সবার আগে থাকার চেষ্টা করে। এছাড়া জাতীয় দিবসগুলোতেও আমরা প্রতিবছর ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করে চিকিৎসাসেবা সবার মধ্যে ছড়িয়ে দেবার নিরন্তর চেষ্টা করছি।  

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত), পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।