ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
সিলেট স্টেডিয়ামের মাঠকর্মীদের টিভি উপহার দিলো ওয়ালটন 

ঢাকা: সবার গায়ে ওয়ালটনের টি-শার্ট। সারিবদ্ধভাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠকর্মীরা দাঁড়িয়ে আছে সবুজ গালিচায়।

তার কিছুক্ষণ আগেই তাদের হাতে গড়ে তোলা মাঠে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজরা হারিয়েছে আফগানিস্তানকে। জিতেছে টি-টোয়েন্টি সিরিজ।

স্বাভাবিকভাবেই মাঠকর্মীদের চোখে-মুখে প্রাপ্তির আনন্দ। তাদের সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন। মাঠকর্মীদের জন্য একটি টিভি উপহার দেয় দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। এ আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মিরাজ গ্রাউন্ডসম্যানদের হাতে তুলে দেন ৩২ ইঞ্চি একটি টিভি।

সেই মুহূর্তটি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে। ম্যাচ জিতে হাসিখুশি মিরাজ এগিয়ে যান গ্রাউন্ডসম্যানদের দিকে। সঙ্গে ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন। গ্রাউন্ডম্যানদের খোঁজ-খবর নিয়ে ওয়ালটনের উপহার তুলে দেন মিরাজ। জাতীয় দলের তারকা অলরাউন্ডারকে পাশে পেয়ে গ্রাউন্ডম্যানদেরও চোখে-মুখে ছিল হাসির ঝিলিক।

মাঠকর্মীদের হাতে ওয়ালটনের টিভি তুলে দিয়ে মিরাজ বলেন, ‘এ টিভি দিয়ে বাংলাদেশের খেলা দেখবেন। মন থেকে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও জিততে পারি। সেইসঙ্গে বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটনও যেন আরও বহুদূর এগিয়ে যায়। ’

উপহার পেয়ে গ্রাউন্ডসম্যানদের কাছে মিরাজ অনুভূতি জানতে চাইলে সবাই ‘ওয়ালটন-ওয়ালটন’ বলে সমস্বরে চিৎকার করে আনন্দ করতে থাকে। সিরিজ জয়ের সঙ্গে এ আনন্দ মিলেমিশে একাকার হয়ে যায়।

মাঠকর্মীদের জন্য টিভি উপহার দেওয়ার কারণ প্রসঙ্গে রবিউল ইসলাম মিলটন বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি ওয়ালটনের রয়েছে অপরিসীম ভালোবাসা। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্সম্যানদের প্রধানের কাছ থেকে জানতে পারলাম তাদের থাকার জায়গাতে কোনো টিভি নেই। তাই প্রিয় দল বাংলাদেশের খেলা দেখা ও বিজয়ের সুন্দর মুহূর্তগুলো থেকে তারা বঞ্চিত হয়। তাদের এ আক্ষেপ দূর করতেই ওয়ালটনের পক্ষ থেকে টিভি উপহার দেওয়ার এ উদ্যোগ। আশা করি, এখন থেকে তারা প্রিয় দল বাংলাদেশ ক্রিকেট টিমের অসাধারণ খেলা ও জয়ের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করবেন।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।